গেইলের রেকর্ড ভাঙ্গলেন বাবর

Posted on February 22, 2024

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গে টি-টোয়েন্টিতে দ্রুত ১০ হাজার রানের মালিক হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে খেলতে নামা বাবর।

টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করলেন বাবর। ২৮৫ ইনিংসে ১০ হাজার রান করে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন গেইল। এই তালিকার তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯৯ ইনিংসে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

বিশে^র ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন বাবর। পাকিস্তানের হয়ে প্রথম ১০ হাজার রান করেন শোয়েব মাালিক। ৫৩৩ ম্যাচের ৪৯৪ ইনিংসে ১৩১৫৯ রান আছে মালিকের। ২৮১ ম্যাচের ২৭১ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৮৪টি অর্ধশতকে বাবরের রান এখন ১০ হাজার ৬৬।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ইউনিভার্স বস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার ৫৬২ রান করেছেন তিনি।