আইসিএসবি'র মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Posted on February 21, 2024

কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন করে। সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে দিবসটি শুরু হয় এবং ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করে।

আইসিএসবি-এর কাউন্সিল সদস্য, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি-এর সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ ব্যানার ও পুষ্পস্তবক সহ আইসিএসবি-এর ক্যাম্পাস থেকে প্রভাত ফেরী নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।