এনায়েতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Posted on February 22, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল বীর শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারি') সকাল ৯ টার দিকে, এনায়েতপুর থানা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আহাম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে এনায়েতপুর দলীয় কার্যালয় থেকে খামারগ্রাম পর্যন্ত এনায়েতপুর থানা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি এবং খামারগ্রাম ডিগ্রী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তারপর এনায়েতপুর দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৬ সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, বেলকুচি- চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলার আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী বি এস সি ও এনায়েতপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সিরাজ।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সহ-সভাপতি মোঃ শওকত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা, এনায়েতপুর থানা শাখার নব-নির্বাচিত যুবলীগের সভাপতি, মোঃ মনিরুল ইসলাম মন্নাফ, এনায়েতপুর থানা শাখার নব-নির্বাচিত যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ আলমাছ আলী, এনায়েতপুর থানা শাখার কৃষকলীগের সভাপতি ডাঃ হান্নান ও শহীদদের স্মরণে কবিতা পাঠ করেন, এনায়েতপুর থানা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও মোনাজাত করেন, এবিএম শামীম হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফজলু ব্যাপারী, মোঃ জয়নাল সরকার, যুবলীগের নেতৃবৃন্দ কাজী রেজাউল করিম, মোঃ লেবু বেপারী, জামিল খান, মোঃ শাহ আলম বেপারী, মুছা শেখ, মোঃ বাবুল রেজা, মোঃ হাফিজুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পরিশেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।