আইএফআইসি ব্যাংকের আয়োজনে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে আর্থিক স্বাক্ষরতা

Posted on February 20, 2024

কর্পোরেট ডেস্ক : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) ১৩৭০(+) শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা।

বিভিন্ন পেশাজীবী নারীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে ১৮ ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংক স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল এর অঙ্গ সংগঠন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ- এ আয়োজন করে “আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত” বিষয়ক কর্মশালার।

প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও আইএফআইসি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির আওতায় আইএফআইসি ব্যাংক পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মশালার আয়োজন করবে।