কক্সবাজারের সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’

Posted on February 20, 2024

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণ করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে সুগন্ধা ও কলাতলী বিচের মধ্যবর্তী স্থানটিকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সহকারী সচিব মো. সাহাব উদ্দিনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়।