পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা ও দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।
গ্রিন-সুকুক আল ইসতিসনা: প্রথম বছরের প্রথম ও দ্বিতীয়ার্ধের জন্য ৫ দশমিক ৮০ শতাংশ হারে মোট ১১ দশমিক ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে এ সুকুকটির ট্রাস্টি। এ রিটার্ন এরই মধ্যে সুকুকধারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টে পাঠানোয় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আজ থেকেই ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।
দেশ গার্মেন্টস: ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল দেশ গার্মেন্টস লিমিটেডের পর্ষদ। এ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ করায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আজ থেকেই ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ক্যাটাগরি পরিবর্তন দুই কোম্পানির https://corporatesangbad.com/6818/ |