শেয়ার ক্রয় করবে রেনেটার ব্যবস্থাপনা পরিচালক

Posted on February 19, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানি রেনেটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ১০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবির ১০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।

কোম্পানিটির বিগত পাঁচ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২৩ সালে ২০ টাকা ২৪ পয়সা, ২০২২ সালে ৪৭ টাকা ৬৮ পয়সা, ২০২১ সালে ৫১ টাকা ৯৪ পয়সা, ২০২০ সালে ৪৫ টাকা ২৯ পয়সা ও ২০১৯ সালে ৪৬ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটি বিগত পাঁচ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৩ এ হয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা, ২০২২ সালে ২৭৪ টাকা ৩৯ পয়সা, ২০২১ সালে ২৬৩ টাকা ৮৫ পয়সা, ২০২০ সালে ২৪৫ টাকা ৬৫ পয়সা ও ২০১৯ সালে ২৩০ টাকা ৯০ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত পাঁচ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৬২.৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৪০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৪৫ শতাংশ নগদ, ২০২০ সালে ১৩০ শতাংশ নগদ ও ২০১৯ সালে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২৮৫ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৫১.২৯ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.৬৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২২.৬৭ শতাংশ শেয়ার এবং বাকি ৬.৩৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৯৭৬.০০ টাকা থেকে ১,২১৭.৯০ টাকা। গতকাল দর উঠানামা হয়েছে ৯৭৬.০০ টাকা থেকে ৯৮৮.০০ টাকার মধ্যে। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি রেনেটা পিএলসি’র বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।