আইআইডিএফসি ও গ্রামীণফোনের মধ্যে কর্পোরেট চুক্তি

Posted on February 19, 2024

কর্পোরেট ডেস্ক : আইআইডিএফসি ও গ্রামীণফোনের মধ্যে কর্পোরেট চুক্তি সাক্ষরিত হয়েছে, যার আওতায় এখন থেকে গ্রামীণফোন আইআইডিএফসিকে নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা এবং বিস্তৃত পরিসরের আইসিটি পণ্যসংশ্লিষ্ট সেবা প্রদান করবে।

রাজধানীর মতিঝিলস্থ আইআইডিএফসি’র প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, গ্রামীণফোনের উপ পরিচালক ও ‘এমার্জিং একাউন্টস’ বিভাগের প্রধান স. ম. জাহেদুল আরেফিনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।

আইআইডিএফসি ও গ্রামীণফোন উভয়ের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ও লক্ষ্যের প্রতিফলন হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সন্তোষজনক সেবা প্রদানের সক্ষমতাকে বিবেচনা করে আইআইডিএফসি গ্রামীণফোনের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেছে।