সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

Posted on February 19, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২৩ কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ৯৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮১৮ কোটি ৫৮ লক্ষ ৩১ হাজার ১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৪.২৫ পয়েন্ট কমে ৬২৫৮.৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০০ পয়েন্ট বেড়ে ২১৩১.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৫১ পয়েন্ট কমে ১৩৬১.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুড, বিএসসি, সিটি জেঃ ইন্স্যুরেন্স ও জেমিনী সী ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পেপার প্রোসেসিং, মনোস্পুল পেপার, ইস্কয়ার নিট কম্পোজিট, এএফসি এগ্রো, বিডি ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, জেমিনী সী ফুড, ইবিএল ফার্স্ট মিঃ ফাঃ ও এক্টিভ ফাইন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সাফকো স্পিনিং, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, সিকদার ইন্স্যুরেন্স, আফতার অটোমোবাইস, ইনটেক লিঃ, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৮৫৭৬১২৬২৯২.০০।