দরপতনের শীর্ষে সাফকো স্পিনিং

Posted on February 19, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ সাফকো স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৬৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মা।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, আফতাব অটো, ইনটেক লিমিটেড, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।