নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সবাই। আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়।
ইসি সূত্র জানায়, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। এরপর বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাই-বাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন-
১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও
২. মোছাঃ আশিকা সুলতানা- নীলফামারী
৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়
এ ছাড়া দুই জনকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে দুই আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সংরক্ষিত নারী আসনে সকলের মনোনয়ন বৈধ https://corporatesangbad.com/68104/ |