সূচকে বড় পতন, কমেছে লেনদেন

Posted on February 18, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ২৮ কোটি ৫ লক্ষ ৩১ হাজার ১৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯২৪ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৮৬৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৩.০২ পয়েন্ট কমে ৬২৮৩.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭.৭৮ পয়েন্ট কমে ২১২৯.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১৩.৩৯ পয়েন্ট কমে ১৩৬৮.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-বেস্ট হোল্ডিংস, রবি আজিহাটা, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন,তৌফিকা ফুড,সেন্ট্রাল ফার্মা, ফরচুন সুজ, মালেক স্পিনিং, আইটিসি আফতাব অটোমোবাইলস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ক্রিস্টাল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এএফসি এগ্রো, সানলাইফল ইন্স্যুরেন্স, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, সাইফ পাওয়ার ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড সিরামিক, সাফকো স্পিনিং, ইনটেক লিঃ, আরামিট সিমেন্ট. ইয়াকিন পলিমার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল ও প্রিমিয়ারলি জিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৬৪৬৩১৮১০৯৯৩৭.০০।