চুয়াডাঙ্গায় ভুয়া পশু চিকিৎসককে জরিমানা

Posted on February 18, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাইদুজ্জামান নামের এক ভুয়া পশু চিকিৎসককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ফেব্রুয়ারি ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর মদনা ইউনিয়নের জয়নগর গ্রামের এক খামারির বাড়িতে অভিযান চালায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সজল কুমার। অভিযুক্ত সাইদুজ্জামান দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর মদনা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও পল্লী প্রাণী চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সাইদুজ্জামান। গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজল কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে খামারী রাজুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা মিললে বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৮ ধারায় ভ্রাম্যমাণ আদালতে সাইদুজ্জামানক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপী।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভেটেনারী সার্জন ডা. নাজমুল হাসান শাওন, কার্পাসডাঙ্গা লাইভস্টক সার্ভিস প্রোভাইটার বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।