অনলাইন ডেস্ক : শহর-নগরে সর্বত্র ডুমুর পাওয়া যায় না। গ্রামগঞ্জে যেখানে-সেখানে ডুমুরগাছ দেখতে পাওয়া যায়। ডুমুরগাছ কেউ লাগায় না, আপনা আপনি হয়। তবে ডুমুর খুব উপকারী। দুই ধরনের ডুমুর দেখা যায়, গোল ডুমুর ও যজ্ঞ ডুমুর। ডুমুরের পাতা খসখসে হয়। গোল ডুমুরের পাতা লম্বা এবং যজ্ঞ ডুমুরের পাতা গোল। ডুমুর হাটবাজারে কিনতে পাওয়া যায় না। গোল ডুমুর ডালনা ছেঁচকি খাওয়া যায়। তবে ডুমুর ফুটতে সময় লাগে। কারণ ডুমুরের বাইরের অংশ কেটে নিয়ে রান্না করা হয়। ডুমুর অত্যান্ত উপকারী ফল। গ্রামদেশে বিনা পয়সায় মেলে বলে এর কদর কম। তবে এর উপকারীতা সম্পর্কে জানা থাকলে একে অবহেলা করত না কেউ।
লেখক : ডা. আবু ইউসুফ ও ডা. আবু তাহের।
আরও পড়ুন:
শীতকালে নাক-কান-গলায় বিভিন্ন সমস্যা
স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায় জেনে নিন
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডুমুরের ঔষুধি গুনাগুণ সম্পর্কে জেনে নিন https://corporatesangbad.com/67589/ |