হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

Posted on May 26, 2024

অনলাইন ডেস্ক : ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও খুলতে পারবেন চ্যানেল। এর জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন।

হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এছাড়া এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে নিজেস্ব চ্যানেল খুলবেন

১- হোয়াটসঅ্যাপে নিজেস্ব চ্যানেল খুলতে প্রথমে আপনাকে আপডেটস ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে (+) আইকন দেখাবে। সেই (+) আইকনটি ক্লিক করতে হবে। সেখানে পপআপ বক্স দেখা যাবে।

২- সেখানে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ অপশনে ট্যাপ করতে হবে। এবার ‘ক্রিয়েট এ চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার্স’ টাইটেলসহ একটি পপআক্স চালু হবে। সেখানেই চ্যানেল সম্পর্কিত তথ্য ও শর্তাবলি দেখা যাবে।

৩- এরপর নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করে পরের পৃষ্ঠায় ‘চ্যানেল নেম’ এর ঘরে সংক্ষেপে চ্যানেলের নাম লিখতে হবে।

৪- চ্যানেলের নাম লেখার পর নিচের ‘ডেসক্রিপশন’ বক্সে চ্যানেলটির পরিচিতি সংক্ষেপে লিখে ওপরে থাকা ‘ফটো’ আইকন ট্যাপ করে একটি ছবি যুক্ত করতে হবে। এরপর নিচে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ বাটনে ক্লিক করলেই চ্যানেল তৈরি হয়ে যাবে।