সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন

Posted on January 18, 2023

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমপুরে সিএনজি অটোরিক্সার সাথে নসিমনের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হন। নিহত অন্তর হলদার (৩০) উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে। এদিকে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।,

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুমন জানান, বুধবার সকালে সিএনজি চালিত অটোরিক্সায় করে ৪ জন যাত্রী তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ ক্রয় করে বাড়ি ফিরছিলেন। তারা উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুরে পৌঁছলে তাদের বহন করা অটোরিক্সাকে পিছন থেকে একটি নসিমন ধাক্কা দেয়। তাৎক্ষনিক চালকের পাশে বসা অন্তর হলদার নামে একজন যাত্রী রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা মারাত্মক আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।