পায়ে হেঁটে স্কাউটের ৪ সদস্যের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

Posted on February 17, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সফলভাবে শেষ করেছেন রোভার স্কাউটের ৪ সদস্য।

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট থেকে শুরু করে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহীন ইমরানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।

পরিভ্রমণকারীরা হলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন অগ্রপথিক মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ সোহরাব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোভার মোঃ মারুফ ইসলাম, রাঙ্গুনিয়া সরকারি কলেজের রোভার মোঃ হাবিবুর রহমান ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের রোভার হানজালা সরকার।

পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তাঁরা রবিবার ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু হয়ে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পূর্ণ করেন । পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং বিভিন্ন সচেতনতামূলক বিষয় প্রচার করেছে।

পরিভ্রমণ বিষয়ে জানতে চাইলে মোঃ সোহরাব হোসেন, মোঃ মারুফ ইসলাম ও মোঃ হাবিবুর রহমান বলেন, এটি আমাদের জীবনের সেরা একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো চট্টগ্রাম জেলার পরিভ্রমণ এর ইতিহাসে নতুন রোড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত যাওয়া । সুস্থ ভাবে আমরা আজ চ্যালেন্জ জয় করেছি । আমাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ভিন্ন কিছু করার।

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের রোভার হানজালা সরকার বলেন, আমি চট্টগ্রাম এর পরিবেশের সাথে সম্পূর্ণ নতুন। বিষয়টা চ্যালেঞ্জ এর ছিলো প্রথম দিন পরিবেশের সাথে খাপ খেয়ে হাঁটা খুব কষ্টকর ছিলো । তবে আমার সহপাঠীরা সাথে ছিলো। এটি আমার জীবনের সেরা একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।