![]() |

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মনজুরুল ইসলাম (২৫) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু ক্যাম্প বসিয়ে চোখের চিকিৎসা দিচ্ছিলেন ওই ভুয়া চিকিৎসক।
সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
অভিযুক্ত ভুয়া চক্ষু চিকিৎসক মনজুরুল ইসলাম মাগুরা জেলার রাউতড়া থানার আলাইপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, বৃহম্পতিবার সকাল থেকে আলমডাঙ্গার এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যিনি চোখের চিকিৎসা দিচ্ছেন তার কোন রেজিষ্ট্রেশন নেই। দুপুরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলে। এ সময় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারায় মনজুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে সহযোগীতা করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়া উদ্দিন আহমেদ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা https://corporatesangbad.com/67384/ |