বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Posted on February 15, 2024

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর দ্বিতীয় বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব ও কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মোরশেদ জামান, কোম্পানির পরিচালক মোঃ আবদুল মোমিন, মোহাম্মদ গোলম সরওয়ার ই কায়নাত, ড. নাছিমা আকতার, অধ্যাপক ড. মোঃ মোস্তফা আকবর, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ মনিরুজ্জামান এফসিএ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ।

এছাড়াও কোম্পানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইন্ডিপিনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

সভায় ‘‘Regional Submarine Telecommunications Project, Bangladesh’ (Installation and Establishment of Second Submarine Cable System (SMW-5) for International Telecommunications in Bangladesh) শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার হতে ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রাপ্ত ১৪০ কোটি টাকা এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রাপ্ত ২৬ কোটি টাকাসহ সর্বমোট ১৬৬ কোটি টাকা সরকারি ইক্যুইটির বিপরীতে প্রতিটি শেয়ার ৭৫ টাকা দরে (৬৫ টাকা অধিহারসহ) ১০ টাকা অভিহিত মূল্যের সর্বমোট ২,২১,৩৩,৩৩৩টি সাধারণ শেয়ার যথাক্রমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জ-এর অনুমোদনক্রমে এবং প্রযোজ্য আইন ও বিধি বিধান পরিপালন সাপেক্ষে সরকারের পক্ষে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুকূলে ইস্যুর বিষয়টি বিশেষ সিদ্ধান্ত হিসেবে অনুমোদিত হয়।

তাছাড়া উক্ত সভায় ‘কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত কোম্পানির সংঘ বিধির বিদ্যমান বিধি#১৪৮ এর ‘Subject to the provisions of section 109 and 110 of The Companies Act, 1994-The Managing Director who will be the Chief Executive Officer of the company shall be nominated by the Government which shall be approved and appointed by the Board of Directors.’ স্থলে ‘Subject to the provisions of section 109 and 110 of The Companies Act, 1994- The Managing Director who will be the Chief Executive Officer of the company shall be appointed by the Board of Directors.’ দ্বারা প্রতিস্থাপনের প্রস্তাবনাটি বিশেষ সিদ্ধান্ত হিসেবে অনুমোদিত হয়নি।

সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ কর্তৃক সম্প্রতিক সময়ে কোম্পানির সার্বিক কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।