তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় মাত্র ৩ দিনের ব্যবধানে আবারও ট্রেনে কাঁটা পড়ে মৃত্যুর ঘটনা ঘঠেছে। এবার কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এক স্কুল ছাত্র ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শিশু আলভী (১০) ট্রেন দেখে ভয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বরমচাল
ইউনিয়নের খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল রেল স্টেশন অতিক্রম করার পর শিশু আলভী ট্রেন দেখে হতস্তম্ভ হয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে ও প্রানভ্রমরা জীবনটাকে রক্ষা করতে পারনি। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
রেলওয়ে থানার এসআই রবিন খাঁন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় পারাবত ট্রেনের নিচে কাঁটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ার ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু https://corporatesangbad.com/6735/ |