সূচকের সাথে কমেছে লেনদেনও

Posted on February 15, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৩০ কোটি ৩০ লক্ষ ৩৬ হাজার ৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৭৪ কোটি ৭৩ লক্ষ ৩৮ হাজার ৭৯৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.২৯ পয়েন্ট কমে ৬৩৩৬.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.২৯ পয়েন্ট কমে ২১৫৭.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৮.৮২ পয়েন্ট কমে ১৩৮২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক, খুলনা প্রিন্টিং, সিকদার ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, আইটিসি ও বীকন ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিকদার ইন্স্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, মুন্নু ফেব্রিকস, ফু-ওয়াং সিরামিক, বিডি ল্যাম্পস, আইটিসি, কর্ণফূলী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ভিএএমএল আরবিবিএফ, আমরা নেটওয়ার্ক, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, ওয়েষ্টার্ন মেরিন শিইয়ার্ড, বিআইএফসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৬৬৪৬৬৮৬৮০৫৩৮.০০।