মৃদু ভুমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গা, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬

Posted on February 15, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৭ মিনিটে এ জেলায় ভূকম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। আবার অনেকে বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় আশ্রয় নেয়।

চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার বকুল মল্লিক বলেন, রাতে নিজের রুমে শুয়ে ছিলাম। হঠাৎ খাট নড়েচড়ে ওঠে। ঘরের আসবাবপত্র পড়ে যায়। অনেকটাই ভয় পেয়ে নিজের স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হই। পড়ে জেনেছি এটা ভূমিকম্প ছিল।

একই এলাকার নারী উদ্দ্যোক্তা নাজমিন শিলা বলেন, ঘরে বসে দুই ছেলেকে পড়াচ্ছিলাম। হঠাৎ ঘরের আসবাবপত্র কাঁপতে শুরু করে। দুই ছেলেকে নিয়ে ঘরের বাইরে বের হই।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেনির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল পাবনা জেলার আটঘরিয়া। রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হয়েছে রাত ৮ টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে।