সাতক্ষীরায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

Posted on February 14, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে বুধবার( ১৪ ফেব্রুয়ারী) সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা।

সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু।

এ সময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বাস নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দির সমিতির সহ সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ।

এ ছাড়া সাতক্ষীরার বিভিন্ন মন্দিরে সাতক্ষীরা সরকারি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।