সূচকের পতনে কমেছে লেনদেন

Posted on February 13, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কো¤পানির ৫১ কোটি ১৯ লক্ষ ৯১ হাজার ৮১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৪৬ কোটি ৪১ লক্ষ ৮৭ হাজার ৬৫৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩০.১২ পয়েন্ট কমে ৬৩৯৪.৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে ২১৭১.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ২.৭০ পয়েন্ট কমে ১৩৯১.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৯৫টির এবংঅপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বেস্ট হোল্ডিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, আরডি ফুড, আইটিসি ও এবি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- তৌফিকা ফুড, এসআইসিএল, সাফকো স্পিনিং, বেস্ট হোল্ডিং, আরডি ফুড, মুন্নু ফেব্রিকস, ই-জেনারেশন, খান ব্রাদার্স পিপি, উত্তরা ব্যাংক ও আমান ফীড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:-আইসিবি অগ্রণী মি.ফা.-১, বিডি থাই, ওএএল, খুলনা প্রিন্টিং, আইসিবি সোনালি মি. ফা.-১, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এনবিএল, এডভেন্ট ফার্মা, ফু-ওয়াং সিরামিক ও সেন্ট্রাল ফার্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭১৮৭২৪০২৫৮০২.০০।