বেস্ট হোল্ডিংসের একদিনে ৯৯ কোটি টাকার লেনদেন

Posted on February 13, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৯ কোটি টাকার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায় , আজ বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৩৫ লাখ ০৭ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ৬৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, আরডি ফুড, আইটি কনসালটেন্টস এবং এবি ব্যাংক পিএলসি।