বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা

Posted on February 13, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ৫দিন ব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেবাশীষ বড়াল ও ভ্রাম্যমাণ বইমেলার বিক্রয় প্রতিনিধি মো. সোহেল সরকার প্রমুখ।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, আজ থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।