চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Posted on February 13, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর-রামনাগর সড়কে শেয়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এনামুল হক (৪২)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১ টার দিকে ভালাইপুর-রামনাগর সড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মোড়পাড়ার ওয়াজের মন্ডলের ছেলে। এবং আহত এনামুল একই এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাতে একই মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে সাইফুল ইসলাম ও এনামুল ভালাইপু-রামনাগর সড়ক দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিল সাইফুল ইসলাম। এসময় চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি শেয়াল চলে আসে। সাইফুল ইসলাম মোটরসাইকেলের ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পাকা রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনা স্থলেই মারা যান সাইদুল। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাতে মৃত অবস্থায় সাইফুল ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তার বুকসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। মরদেহ লাশঘরে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিহতের মরদের সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।