ইপিএস বেড়েছে সাবমেরিন ক্যাবলসের

Posted on February 12, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসি লিমিটেডের ইপিএস বৃদ্ধি পেয়েছে।

কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২৩ সালে ১৫ টাকা ১৯ পয়সা যা ২০২২ সালে ছিল ১৫ টাকা ১৬ পয়সা, ২০২১ সালে ১১ টাকা ৫৭ পয়সা, ২০২০ সালে ছিল ৫ টাকা ৮০ পয়সা ও ২০১৯ সালে ৩ টাকা ৫৫ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএআই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৮৫ টাকা ৫ পয়সা, ২০২২ সালে ৬৪ টাকা ৬৬ পয়সা, ২০২১ সালে ৫২ টাকা ৪৯ পয়সা, ২০২০ সালে ৪০ টাকা ৯৩ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩৮ টাকা ৭৪ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫১ শতাংশ নগদ, ২০২২ সালে ৪৬ শতাংশ নগদ, ২০২১ সালে ৩৭ শতাংশ নগদ, ২০২০ সালে ২০ শতাংশ নগদ ও ২০১৯ সালে ১৬ শতাংশ নদগ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায় কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ০.০০ শতাংশ শেয়ার, সরকারের হাতে রয়েছে ৭৩.৮৪ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫.৬৩ শতাংশ শেয়ার, বিদেিেশদের হাতে রয়েছে ৭.৭৫ শতাংশ শেয়ার এবং বাকি ৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৫৭.৫০ টাকা থেকে ২১৮.৯০ টাকা। গত কাল দর উঠানামা হয়েছে ১৬৯.৯০ টাকা থেকে ১৭৬.৫০ টাকার মধ্যে। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।