সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

Posted on February 12, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ৫৬ কোটি ৪৬ লক্ষ ৯২ হাজার ৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৯৩ কোটি ১৪ লক্ষ ৪৯ হাজার ৬৪৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২২.১৪ পয়েন্ট কমে ৬৪২৪.৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে ২১৬৫.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.১২ পয়েন্ট কমে ১৩৯৩.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ফার্মা, বিএসসি, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন,মালেক স্পিনিং,সেন্ট্রালফার্মা ও এভেন্ট ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেস্ট হোল্ডিং, এসবিএসি ব্যাংক, তৌফিকা ফুড, আফতাব অটো, সিকদার ইন্সুঃ, ফু-ওয়াং সিরামিক, ইবিএল ফার্স্ট মি. ফা., আলহাজ্ব টেক্স, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা. ও একমী ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ফ্যামিলী টেক্স, ইআইএল, নূরানী ডাইয়িং, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্সুঃ, বিআইএফসি, ইন্টাঃ লিজিং, আরামিট সিমেন্ট ও কর্ণফুলি ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৪৩৬৭৮৬৭৯০৫৮.০০।