সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on February 11, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ৬৩ কোটি ১৪ লক্ষ ৫৯ হাজার ১৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৮৫২ কোটি ৫১ লক্ষ ১৪ হাজার ৬১৫টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭৩.৭২ পয়েন্ট বেড়ে ৬৪৪৭.০৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১.৭০ পয়েন্ট বেড়ে ২১৫৯.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১০.৭৪ পয়েন্ট বেড়ে ১৩৯৮.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ব্যাংক, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, আইটিসি, গ্লোবাল ইসলামি ব্যাংক, বিএসসি, মালেক স্পিনিং ওসেন্ট্রাল ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসবিএসি ব্যাংক, এসআইবিএল, এইচ আর টেক্সটাইল, আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্ট মেন্ট, ইন্ট্র্যাকোরি ফুয়েলিং, ন্যাশনাল ব্যাংক, বেস্ট হোল্ডিংস, সিকদার ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-শ্যামপুর সুগার মিল, ইনটেক লিঃ,বীচ হ্যাচারী, রেনেটা লিঃ, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসোরিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, রেনউইক যজ্ঞেশ্বর ও আরএসআরএম স্টীল।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৫৯৮৫৬৭৫০০৯৯.০০।