সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙ্গনে বসতবাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি

Posted on January 18, 2023

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে অসময়ে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই থেকে চর সলিমাবাদ ভূতের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে নদীভাঙন। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার, ৫০টি বসতবাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি। তা ছাড়া হুমকির মুখে রয়েছে বিনাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়, চৌবাড়িয়া বিএম কলেজ, বাঘুটিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ভাঙন রোধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পাউবো।
ভাঙনে ক্ষতিগ্রস্ত চর সলিমাবাদ গ্রামের সানোয়ার হোসেন বলেন,পৌষ মাসে নদী ভাঙ্গনে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এরই মধ্যে আমার বাড়ির একাংশ নদীতে বিলীন হয়েছে। পাউবো যদি নদীতীরে বাঁধ দিত তবু আমরা বাড়ির বাকি অংশে বসবাস করতে পারতাম। এখন আমাদের পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যেতে হবে। কিন্তু জায়গা-জমি তো আর নেই, কোথায় যাব? এ নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি।,
বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের জসিম উদ্দিন বলেন, অসময়ে যমুনার ভাঙন শুরু হওয়ায় একের পর এক বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে। অনেক কিছু হুমকির মুখে রয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো পদক্ষেপ নিচ্ছে না।,
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন,ভাঙন স্থানগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। সেটি অনুমোদন পেলে নির্মাণকাজ শুরু হবে। বর্তমানে ভাঙন রোধে অস্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।