নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হলে ছাত্রদলের সাবেক নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি তার লেক সার্কাসের বাসায় গিয়েছেন বলেও জানান শায়রুল।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, প্রিন্সকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কারামুক্ত হলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স https://corporatesangbad.com/65808/ |