সাব-রেজিস্ট্রার হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

Posted on January 18, 2023

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অদ্য মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে অবস্থিত সাব-রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।এসময় জুড়ী সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান, দলিল লেখক নেতৃবৃন্দ ও নকলনবিশরা উপস্থিত কর্মসূচিতে ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা আগামীতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও অন্যায়ভাবে তিনজন দলিল লেখককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। জুড়ী সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান বলেন, সাব-রেজিস্ট্রার পদটা আইন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন। আইন ও বিচার বিভাগের কর্মকর্তার ওপর অন্য দপ্তরের কর্মকর্তারা এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করতে পারেনা। এরকম নারকীয় হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আইনের প্রয়োগ দ্রুত গতিতে হস্তক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হোক।