১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

Posted on February 10, 2024

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১২টি মামলায় জামিন জামিন পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ১৪টি মামলায় জামিন দেন ইমরানকে।

আজ সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক মালিক এজাজ আসিফ তার জামিন মঞ্জুর করেন। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই জামিন পেলেন ইমরান।

যেসব মামলায় ইমরান জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে জড়িত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তার গ্রেফতারের পর বিক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইমরান ও তার দল পিটিআই।

ইমরান যেসব মামলায় জামিন পেয়েছেন তার মধ্যে পাকিস্তানের সেনা হেডকোর্য়াটারে হামলা ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলাও রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশিও ২৩টি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল এখনও ঘোষণা হয়নি। যদিও আইনি জটিলতায় নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারেনি পিটিআই কিন্তু ইমরানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসনে জয়ী হয়েছেন।

উল্লেখ্য, ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। ঘোষিত ফলে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই কারাবন্দি ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে ফলাফলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএল-এন ও পিপিপি। এই দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৬টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৯৯ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৭৩টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৩টি আসন।