যুবকের জাম্পারের পকেটে মিলল ২ কোটি টাকার এলএসডি মাদক

Posted on February 7, 2024

শহীদুজৃজামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এলএসডিসহ কুদ্দুস আলী নামের এক যুবককে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ( বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত কুদ্দুস আলী কাকডাঙ্গা গ্রামের তাছের আলীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়।

এ সময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলী নামের এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশিকালে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় আটকৃত কুদ্দুসের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া একটি মামলা দায়ের করা হয়েছে।