মুক্ত ফিলিস্তিন দাবিতে শিফা ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

Posted on February 6, 2024

নিজস্ব প্রতিবেদক: শিফা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মুক্ত ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করেছে। তাদের স্লোগান ছিল- 'মুক্ত, মুক্ত ফিলিস্তিন; 'নদী থেকে সাগর, মুক্ত হবে ফিলিস্তিন' ইত্যাদি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আশুলিয়ায় তাদের ইনস্টিটিউটের সামনে এই বিক্ষোভ করে।

শিফা ইনস্টিটিউট শিক্ষামূলক, দাতব্য ও মানবিক সংস্থা ECHO বাংলাদেশের একটি প্রকল্প। ECHO হল এনজিও ব্যুরো এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত একটি কল্যাণ সংস্থা।

শিফা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূলত: এতিম মেয়ে। স্থানীয় কয়েকজন শিক্ষার্থীও এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। শিফা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা এবং পাঠ্যক্রমের অতিরিক্ত কার্যক্রমে খুব ভালো পারফর্ম করছে।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকেট, মালয়েশিয়ার সাবেক হাইকমিশনার নূর আশেকিনসহ অনেক বিশিষ্টজন বিভিন্ন সময় শিফা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।