দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

Posted on February 6, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের।

আজ মঙ্গলববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৫৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৬.৮৭ শতাংশ।

আর ৪০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনার্স, ইনটেক লিমিটেড, রূপালী ব্যাংক, আনলিমায়ার্ন ডাইং, তাল্লু স্পিনিং, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড।