সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on February 5, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কো¤পানির ৫৫ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার ১২৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৫৪ কোটি ৭৮ লক্ষ ২৮ হাজার ৪৮২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪১.৮৬ পয়েন্ট বেড়ে ৬৩২২.৬০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে ২১৩৩.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৫.৫৮ পয়েন্ট বেড়ে ১৩৭৬.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:-ওরিয়ন ইনফিউশন, বিডি থাই অ্যালুমিনিয়াম, ফু-ওয়াং ফুড, খুলনা প্রিন্টিং, কর্ণফূলী ইন্স্যুরেন্স, আইটিসি, আইএফআইসি, ইভিন্স টেক্সটাইল, ফরচুন সুজ ও অলিম্পিক এক্সেসোরিজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: গ্লোবাল ইসলামি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্পস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, বিডি ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:-মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডি থাইফুড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, প্যাসিফিক ডেনিমস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, শাশা ডেনিমস, বীচ হ্যাচারী, রতনপুর স্টীল ও আমান ফিড।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৬৭৫৯৮৮৯৯৫০২৫.০০।