চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Posted on February 5, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রন্থ নিয়ে চিন্তভাবনা একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সারা বছরই বই নিয়ে ভাবতে হবে। বই নিয়ে আমরা যতবেশি ভাববো সমাজ ততবেশি ইতিবাচক ভাবে অগ্রসর হবে এবং সমাজে অপরাধ কমে যাবে। আমাদের প্রত্যেকেরই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের মোবাইলের আশক্ত থেকে দুরে রেখে তাদেরকে বই পড়ার আগ্রত গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। গ্রন্থাগার হচ্ছে সভ্যতার কেন্দ্র, আলোকিত মানুষ গড়ার কেন্দ্র। গ্রন্থাগার হচ্ছে আমাদের সমাজের আলোকিত মানুষ গড়ার বাতিঘর। সেই গ্রন্থাগারের প্রতি আগ্রহ বাড়াতে হবে। অনুষ্ঠানে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোট্ট সোনামনিরা, তোমরা বই পড়বে। সেটা গল্পের বই, রুপকথার বই হতে পারে।

স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

চুয়াডাঙ্গা সরকারি গ্রন্থাগারের জুরিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে চিত্রঙ্কন, বইপাঠ, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।