দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

Posted on February 4, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৭৩ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৪.৩১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, রতনপুর স্টিল, বাংলাদেশ মনোস্পুল পেপার, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ইমাম বাটন, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।