নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইটি কনসালটৈন্টস লিমিটড। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ২.১৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৯৯ বারে ২৪ লাখ ২৫ হাজার ৫৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। আজ শেয়ারটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৮৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বা দশকি ৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৬০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, সাভার রিফ্যাক্ট্ররিজ, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, এমারেল্ড অয়েল, শ্যামপুর সুগার ও আজিজ পাইপস লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দরপতনের শীর্ষে আইটি কনসালটেন্টস https://corporatesangbad.com/6398/ |