নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু দেশ ও বিদেশে আছে। তারা নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলনেও ব্যর্থ হয়েছে। তাদের এখন তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি যাই করুক না কেনো জনগণ কোনো আন্দোলন চায় না। আমরা তাদের আন্দোলন নিয়ে চিন্তিত নয়।
তিনি বলেন, আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে এখন চিন্তিত। বিশ্ব অর্থনীতির সংকটে বাংলাদেশেও প্রভাব পড়েছে। সবাইকে ধৈর্য রাখতে বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দুষ্ট ছেলে। এটা নিয়ে বিপদে আছে। বাইডেনের যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েল যুদ্ধ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেদের চ্যালেঞ্জ নিয়েই ব্যস্ত। বাংলাদেশের দিকে তাদের নজর দেওয়ার সময় কোথায়?
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে: কাদের https://corporatesangbad.com/63834/ |