রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নেট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে বোর্ড সভা মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অন্যান্য বিষয়ের সাথে কোম্পানির দ্বিতীয় আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়েছে।
কোম্পানির সূত্রে এই তথ্য পাওয়া যায়।
দ্বিতীয় প্রান্তিক পর্যালোচনায় দেখা যায় যে, কোম্পানির নেট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। অর্থাৎ এই সময়ে আগের বছরের ডিসেম্বর ২০২৩ এ কোম্পানির এনএভি হয়েছে ৮০ টাকা ৪৭ পয়সা, যা জুন-ডিসেম্বর ২০২৩ এ ছিল ৮০ টাকা ২৯ পয়সা।
জুলাই-ডিসেম্বর ২০২৩ এ কোম্পানির রাজস্ব (রেভিনিউ) হয়েছে ২২১,৩৭৪ টাকা যা জুলাই-ডিসেম্বর ২০২২ এ ছিল ৩৯৫,২১১ টাকা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ হয়েছে ৩৬,৯৩৪ টাকা, যা অক্টোবর-ডিসেম্বর ২০২২ এ ছিল ১৫৮,৮৭৯ টাকা।
জুলাই-ডিসেম্বর ২০২৩ এ কোম্পানির মুনাফা হয়েছে ৫৮,৮৪৫ টাকা, যা জুলাই-ডিসেম্বর ২০২২ এ ছিল ৭৬,৯৭৩ টাকা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ হয়েছে ১৬,১৫১ টাকা ও অক্টোবর-ডিসেম্বর ২০২২ এ ছিল ২৫,১৮৬ টাকা।
জুলাই-ডিসেম্বর ২০২৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ টাকা ৭৫ পয়সা যা জুলাই-ডিসেম্বর ২০২২ এ ছিল ০ টাকা ১৫ পয়সা, অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ হয়েছে ০ টাকা ০১ পয়সা এবং অক্টোবর-ডিসেম্বর ২০২২ এ ছিল ০ টাকা ১১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০২৩ সালে ৮০ টাকা ২৯ পয়সা, ২০২২ সালে ৮৩ টাকা ০১ পয়সা, ২০২১ সালে ৫৭ টাকা ৩৭ পয়সা, ২০২০ সালে ৫৯ টাকা ৫০ পয়সা, ২০১৯ সালে ৬৫ টাকা ৯০ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ৫ শতাংশ নগদ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে ১৯৮৩ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪২.৪৭ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৮৮ শতাংশ শেয়ার ও বিদেশিদের হাতে রয়েছে ০ টাকা ১৫ পয়সা। বাকি ৪৭.৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৮৮.৫০ টাকা থেকে ১২৪.৪০ টাকায়। গতকাল কোম্পানির দর উঠানামা হয়েছে ৮৮.৫০ টাকা থেকে ৯২.২০ টাকার মধ্যে।
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দ্বিতীয় প্রান্তিকে এনএভি বেড়েছে মুন্নু সিরামিকের https://corporatesangbad.com/63623/ |