মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ সংযোগের মটর দিয়ে পার্শ্ববর্তী ডোবা থেকে পারি শুকিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, বিদ্যুৎ সংযোগরত বুম মঠর নাড়াচাড়া করতে গেলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তৌহিদুল ইসলাম মানিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড হালকাকারা এলাকার মৃত নুরুল কবিরের পুত্র তৌহিদুল ইসলাম মানিক (২৫), তাদের বাড়ির পাশের ডোবা থেকে বিদ্যুৎ সংযোগের মটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, বিদ্যুৎ সংযোগরত বুম মঠর নাড়াচাড়া করতে গেলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকাবাসী ও পরিবারের মাঝে সুখের ছায়া নেমে আসে ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু https://corporatesangbad.com/63575/ |