সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতৈল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ জাহান সুইটস এন্ড সন্স মিষ্টির মালিক মো. আইয়ুবের দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা ও দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় এবং ভাজাপোড়া তৈরী খাবারের জন্য পোড়া তেল ব্যবহার করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রিয় শাহীন হালিম ও নেহারীর মালিক হযররতের দোকানে নোংরা পরিবেশে রুটি তৈরী ও ম্যালামাইনের নোংরা বাটিতে খাবার পরিবেশনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য খাবারের প্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে বলেও জানান।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কামারখন্দে নোংরা পরিবেশে খাবার তৈরী, দুই প্রতিষ্ঠানকে জরিমানা https://corporatesangbad.com/63381/ |