বেস্ট হোল্ডিংসের বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধ

Posted on January 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেস্ট হোল্ডিংস লিঃ এর শেয়ার বরাদ্ধ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, বেস্ট হোল্ডিংস লিঃ কোম্পানি সচিব আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠান সমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৩৫০ কোটি টাকার বিপরীতে ১৩২১ কোটি ২১ লক্ষ ২১ হাজার ৩৫৫ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩.৭৭ গুন বেশি। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৬ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১০১টি শেয়ার বরাদ্ধ পায়।