তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Posted on January 30, 2024

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সেফটি ট্রাঙ্কের গর্ত থেকে বৈদ্যুতিক মেশিন দিয়ে বালি তোলার সময় শর্ট সার্কিটে মিজান হোসেন আকন্দ (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মূত্যু হয়।

মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) দুপুরে তাড়াশ পৌর সদরের উপজেলা পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম।

নিহত মিজান হোসেন আকন্দ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা- বেত্রাশিন গ্রামের মো. মকুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নির্মাণ শ্রমিক মিজান হোসেন আকন্দ পৌর সদরের উপজেলা পাড়ায় সাব্বির হোসেন নামের এক ব্যক্তির নির্মণাধীন ভবনের পাশের একটি বাসা থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে সেফটি ট্রাঙ্কের গর্ত থেকে বৈদ্যুতিক মেশিনের দ্বারা বালি তুলছিলেন। আর কাজ করার এক পর্যায়ে সে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পরবর্তী‌তে লোকজন টের পেয়ে নির্মাণ শ্রমিক মিজানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।