গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার দু'দিন পর চার অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের কোনাবাড়ির জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব ১ গাজীপুরের কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কালিয়াকৈরের বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক রেজা সাইদ আল মামুন কে তারই সহোদর ভাই মজিবর ও দুই ভাতিজা সুমন ও সিজান মিলে কাঠের লাঠি ও দেশীয় অস্ত্র সজোরে আঘাত করে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত অধ্যাপক রেজা সাইদ আল মামুন এর স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানা মামলা দায়ের করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪ https://corporatesangbad.com/63132/ |