তাড়াশে গরু চুরির আতঙ্কে গো-খামারীরা, ২১ দিনে ২২টি গরু চুরি

Posted on January 29, 2024

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে গত শনিবার রাতে কৃষক আজাদের ৫টি গরু চুরি হয়েছে। এ নিয়ে চলতি বছরের ২১ দিনে ২২টি গরু চুরির ঘটনা ঘটলো। এ ছাড়া প্রায় প্রতিরাতেই গরু চুরি কিংবা কোনো না কোনো চুরির ঘটনা ঘটছেই। যা নিয়ে উপজেলায় জনগণের মাঝে উদ্বেগ বাড়ছে।

পুলিশি তৎপরতা না থাকার কারণে গত ২১ দিনের ব্যবধানে ২২টি গরু চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নিরুপায় হয়ে অনেক কৃষকেরা গৃহপালিত পশুর নিরাপত্তায় রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের আজাদের গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি ষাড় গরু চুরি করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

এর আগে শনিবার উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া ভেংরী গ্রামে আলতাফ হোসেনের গোয়াল ঘরের ইটের গাঁথুনি ভেঙে ৫টি গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার একই ইউনিয়নের রোকনপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেনের গোয়াল থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটে।

যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ বিষয়ে তালম ইউনিয়নের বড়ইচড়া ভেংরী গ্রামে কৃষক আলতাফ হোসেন বলেন, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। গরু আমার পরিবারের আয়ের প্রধান মাধ্যম ছিল। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমাদের বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গরু চুরির তদন্ত চলছে। ওই গ্রামগুলো উপজেলার সীমান্ত এলাকা হওয়ায় চোরেরা খুব সহজেই মাঠের মধ্যদিয়ে গরু নিয়ে পালাচ্ছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্থানীয়ভাবে এলাকায় পাহারার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া রাত্রীকালীন পুলিশি টহল জোরদার করা হয়েছে।