দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

Posted on January 29, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয়কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের।

আজ সোমবার ২৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ।

আর ১১ টাকা ১০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কাট্টালী টেক্সটাইল, দুলামিয়া কটন, শাইনপুকুর সিরামিকস, উসমানিয়া গ্লাস, শমরিতা হসপিটাল, তাল্লু স্পিনিং এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।